আজ ইনু-হানিফসহ চার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি
জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়ার কথা রয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ আরও দুই নেতা।
রোববার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন।
অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
গত ২৮ অক্টোবর ইনুর পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী আটটি অভিযোগের কিছু পড়ে শোনান। তিনি জানান, কোনো অভিযোগই সত্য নয় এবং ইনুর অব্যাহতি চান। একই সঙ্গে ট্রাইব্যুনালকে অভিযোগগুলো বিস্তারিতভাবে পর্যালোচনার আহ্বান জানান। তবে প্রসিকিউশন বলেছে, ১৪ দলীয় জোটের শরিক নেতা হিসেবে ইনু দায় এড়াতে পারেন না।
জুলাই-আগস্ট আন্দোলন দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে ‘কমান্ড রেসপনসিবিলিটি’ প্রমাণিত হয় বলে অভিযোগ আনা হয়। পরে ট্রাইব্যুনাল আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করে।
