শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেফতার জেলা আওয়ামী লীগ নেত্রী

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম
শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেফতার জেলা আওয়ামী লীগ নেত্রী
ছবি : সংগৃহীত

শেখ হাসিনার জন্মদিন পালনকালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্নাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৮ আগস্ট) রাতে সাতক্ষীরা সুলতানপুর ক্লাবে শেখ হাসিনার জন্মদিন পালন করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সকলেই পালিয়ে যায়।

এসময় পিটিআই মাঠ এলাকা থেকে রত্নাকে গ্রেফতার করা হয়। শামিমা পারভীন রত্না সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
  
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে জানান তিনি।