অবশেষে রাজশাহী-ঢাকা রুটে বাস ধর্মঘট প্রত্যাহার, স্বস্তি যাত্রীদের

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
অবশেষে রাজশাহী-ঢাকা রুটে বাস ধর্মঘট প্রত্যাহার, স্বস্তি যাত্রীদের
ছবি : সংগৃহীত

অবশেষে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের মালিকদের ডাকা বাস ধর্মঘট তুলে নেয়া হয়েছে। এই তিন জেলা থেকে দূরপাল্লার বাসগুলো আগের মতোই স্বাভাবিকভাবে চলাচল করবে বলে জানিয়েছেন মালিকরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকায় মালিক-শ্রমিকদের এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত হয়। দীর্ঘ আলোচনার পর উভয়পক্ষের দাবি-দাওয়া মেনে নেয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা। সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামীতে কাউকে না জানিয়ে এভাবে হঠাৎ বাস চলাচল বন্ধ করা যাবে না।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলাল বলেন, আজকের আলোচনায় মালিক ও শ্রমিক উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে। আগের মতোই সুশৃঙ্খলভাবে বাস চলবে।

এর আগে শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুতে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ করে বাস বন্ধ করে দেন মালিকরা। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। চলতি মাসেই শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আরও দুই দফা বাস বন্ধ হয়েছিল। সর্বশেষ ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক-শ্রমিক বৈঠকে চালকের বেতন ট্রিপপ্রতি ১২৫০ থেকে বাড়িয়ে ১৭৫০, সুপারভাইজারের ৫০০ থেকে ৭৫০ এবং সহকারীর ৪০০ থেকে ৭০০ টাকা করার সিদ্ধান্ত হয়। তা শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগের রাতেই মালিকরা বাস বন্ধ করে দেন।

মালিকদের দাবি ছিল, শ্রমিকরা নতুন করে কিছু “অযৌক্তিক” দাবি সামনে এনেছিলেন, যা মেনে নেয়া সম্ভব হয়নি। এ কারণেই মালিক–শ্রমিকদের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দেয় এবং হঠাৎ বাস ধর্মঘট শুরু হয়। আজকের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানান মালিকরা।