প্লট জালিয়াতি: মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৩০ সেপ্টেম্বর

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সন্তানদের বিরুদ্ধে করা প্লট জালিয়াতির আলাদা তিন মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এসব মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের ৩০ সেপ্টেম্বর ঠিক করেছেন আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে সাক্ষ্য নেয়া হয়।
এ মামলায় তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ওসমান গনি, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, সোনালী ব্যাংকের গণভবন শাখার এক কর্মকর্তা ও দক্ষিণ সিটি করপোরেশনের দুইজনসহ ৫ জন।
সাক্ষীরা ধানমন্ডির সুধাসদনের মূল মালিক ওয়াজেদ মিয়ার নামে থাকা হোল্ডিং রেজিস্ট্রার এবং প্লট বরাদ্দের পে অর্ডারের বিষয়ে সাক্ষ্য প্রদান করেন।