জাপানের বিমানবন্দরে ধরা খেল পাকিস্তানের 'নকল' ফুটবল দল

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
জাপানের বিমানবন্দরে ধরা খেল পাকিস্তানের 'নকল' ফুটবল দল
ছবি : সংগৃহীত

জাপানের বিমানবন্দরে ধরা খেয়েছে পাকিস্তানের ফুটবল দল। তবে সেটি পাকিস্তানের আসল দল নয়। মানবপাচারকারী এক চক্র ২২ জনকে অবৈধভাবে জাপানে প্রবেশের চেষ্টা করেছিলো। তবে বিমানবন্দর থেকেই তাদের ধরে ফেরত পাঠানো হয়।

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানিয়েছে, সিয়ালকোট থেকে একটি ফুটবল দল জাপানে গিয়েছিল। সেই দলের প্রত্যেকে ভুয়া নথি নিয়ে জাপানে গিয়েছিলেন। ফুটবলার হিসেবে যে পরিচয়পত্র তারা জাপানের সংশ্লিষ্ট কর্মকর্তাকে দেন, সেগুলো নকল ছিল। সন্দেহ হওয়ায় দলের সবাইকে প্রাথমিকভাবে বিমানবন্দরে আটকে রাখা হয়। সব কিছু খতিয়ে দেখার পর তাদের পাকিস্তানের বিমানে তুলে দেয়া হয়।

তদন্তে জানা যায়, চক্রটির মূল হোতা মালিক ওয়াকাস। তিনি নকল ক্লাব তৈরি করে সেই ক্লাবের সদস্যদের কিছুদিন ফুটবল প্রশিক্ষণ দিয়ে খেলোয়াড়ের মতো আচরণ শেখান। প্রতি জনের কাছ থেকে ৪০ লাখ রুপি (প্রায় ১৩ থেকে ১৫ হাজার মার্কিন ডলার) নেয়া হয়েছিল।

জাপানে খেলার সময়সূচি পর্যন্ত উল্লেখ করা ছিল নথিতে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাপানি কর্তৃপক্ষ দ্রুতই ভুয়া নিবন্ধন সনদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাল ছাড়পত্রসহ একাধিক অসংগতি ধরতে সক্ষম হয়। এরপর সবাইকে দেশে ফেরত পাঠায় জাপান কর্তৃপক্ষ।

এফআইএ জানিয়েছে, মালিক ওয়াকাসকে গ্রেপ্তার করে গুজরানওয়ালা থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও একই কৌশলে ১৭ জনকে জাপানে পাঠিয়েছিলেন। তার কাছ থেকে জাল নথি, ফুটবল ফেডারেশনের ভুয়া লেটারহেডসহ নানা প্রমাণ জব্দ করেছে তদন্তকারীরা।