নতুন ক্যারিয়ার পোর্টালের যাত্রা শুরু
নিয়োগ প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর, সহজ ও কার্যকর করার পাশাপাশি দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা এবং করপোরেট নেটওয়ার্কিংকে আরও সহজ, স্মার্ট ও ডিজিটাল করতে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স চালু করেছে নতুন ক্যারিয়ার প্লাটফর্ম ‘নেক্সটজবজ’ (nextjobz.com.bd)।
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই প্লাটফর্মটি চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং চাকরি প্রত্যাশীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নানা ধরনের কর্মসূচিসহ ক্যাম্পাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যাবে এ পোর্টালে। এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষা ও বৈশ্বিক চাকরির সুযোগ সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে এ ক্যারিয়ার পোর্টালে।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যারিয়ার পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ রিসোর্স এর ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আকিজ রিসোর্স। সে কারণে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসা ও সেবা নিয়ে মানুষের সামনে হাজির হচ্ছি। বাংলাদেশ পূর্ণ গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না যদি ইন্ডাস্ট্রি এবং শ্রমশক্তি সমানভাবে না আগায়। আমাদের লক্ষ্য আকিজ রিসোর্সোর মাধ্যমে ১০ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এ ছাড়া এই ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে দেশে-বিদেশে পরোক্ষভাবে ৫০ লাখ মানুষের জন্য উচ্চশিক্ষা, কর্মসংস্থানসহ নানা ধরনের সুযোগ তৈরি করা। এই প্লাটফরমের উদ্দেশ্য হচ্ছে দক্ষ শ্রমশক্তি নিয়োগে সহায়তা করা যাতে দেশের প্রতিষ্ঠানসমূহ তথা দেশের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের চাকরি বাজার দ্রুত রূপান্তরিত হচ্ছে। আমরা নেক্সটজবজের মাধ্যমে চাকরি খোঁজা ও নিয়োগ প্রক্রিয়াকে পুরোপুরি প্রযুক্তিনির্ভর করতে চাই। এই প্লাটফর্মটি তরুণ প্রজন্মের ক্যারিয়ার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি । এর পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ অল্প সময়ের মধ্যে তাদের চাহিদামতো প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থী খুঁজে পাবে।’
শেখ জসিম উদ্দিন বলেন, নেক্সটজবজ্ এমন একটি প্লাটফর্ম যা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাকরিপ্রার্থীদের দক্ষতা ও প্রতিষ্ঠানের চাহিদার মধ্যে সঠিক মিল খুঁজে বের করবে। ফলে নিয়োগ প্রক্রিয়ায় সময়, ব্যয় এবং শ্রম সবকিছুই উল্লেখযোগ্যভাবে কমে আসবে। আমরা বিশ্বাস করি প্রযুক্তি ভবিষ্যতের চাকরি বাজারকে পুরোপুরি বদলে দেবে। নেক্সটজবজ সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে। নেক্সটজবজ শুধু একটি জব সাইট হবে না, এটি একটি সম্পূর্ণ ক্যারিয়ার সল্যুশনে পরিণত হবে, যা ভবিষ্যতে দেশের মানবসম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি চাকরিপ্রার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য নানা ধরনের কর্মকাণ্ড গ্রহণ করবে যাতে তারা সহজেই তাদের কাঙ্খিত চাকরিটা পেতে পারেন।
নেক্সটজবজ্ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান বলেন, এ প্লাটফর্মটি চাকরি প্রত্যাশীদের অভিজ্ঞ দিক নির্দেশক হিসেবে কাজ করবে। চাকরি খোঁজা এবং চাকরির বিজ্ঞাপন দেওয়া ছাড়াও বহির্বিশ্বে চাকরি ও পড়ালেখার প্রকৃত তথ্য পাওয়া যাবে । এ ছাড়া এ ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা তাদের দক্ষতা উন্নয়নে দেশের দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবিদের মেন্টর হিসাবে পাবার জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও বাংলাদেশের চাকরি এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় ইভেন্টের তথ্য মিলবে এ ক্যারিয়ার পোর্টালে।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন এবং আকিজ আইবস এর সিইও জায়েদ বিন রশিদ সহ আকিজ রিসোর্স লিমিটেডের বিভিন্ন বিজনেস ইউনিটের উধ্বর্তন কর্মকতারা উপস্থিত ছিলেন।
