নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখাল ইরান, আঘাত হানতে পারবে ১৭০০ কিমি দূরত্বে
এবার ১ হাজার ৭০০ কিলোমিটার দূরে শত্রুদের অবস্থানে হামলা চালাতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি।
পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে তাক লাগিয়ে দিয়েছে ইরান। দেশটির অস্ত্রভান্ডারে স্বল্প ও দূরপাল্লার বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে। মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ইরানের সবচেয়ে বেশি। এছাড়াও রয়েছে অত্যাধুনিক সব ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
রবিবার (২ ফেব্রুয়ারি) ‘ইতেমাদ' নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান। নতুন এই ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ৭০০ কিলোমিটার দূরত্বে শত্রুর অবস্থানে আঘাত হানতে সক্ষম। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানে এক অনুষ্ঠানে এ ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেন।
এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, এই প্রতিরক্ষা সক্ষমতা ও মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এটা নিশ্চিত করবে যে, কোনো দেশ ইরানের ভূখণ্ডে আক্রমণের সাহস করবে না। আমরা যে পথে আছি সে পথেই চলতে হবে। লক্ষ্য অর্জন করতে হলে ক্লান্ত হওয়া যাবে না।
‘ইতেমাদ’ নামের এই ক্ষেপণাস্ত্রটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যার অর্থ আস্থা বা বিশ্বাস। অন্যান্য মিসাইলের মতো এটিও সরাসরি ইসরাইলে হামলা চালাতো সক্ষম।
এদিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো। তারা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগ করছে।
সূত্র: টাইমস অব ইসরাইল