সীতাকুন্ডের ডিসি পার্কের সংঘর্ষের ঘটনায় ভাংচুর, সড়ক অবরোধ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৪ পিএম
সীতাকুন্ডের ডিসি পার্কের সংঘর্ষের ঘটনায় ভাংচুর, সড়ক অবরোধ

সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কের কর্মীদের সঙ্গে প্রাইম মুভার চালক ও সহকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন শ্রমিক আহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় সড়ক অবরোধও করেন প্রাইম মুভার শ্রমিকরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় নগরীর কাস্টমস ও সল্টগোলা মোড় এলাকার রাস্তার দুপাশে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। সড়ক অবরোধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শ্রমিকদের দাবি, মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে কয়েকজন প্রাইম মুভার চালক ও সহকারীদের মারধর করে পার্কের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা। তাদের কয়েকজন শ্রমিকের খোঁজ তারা পাচ্ছেন না। তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

‘রাত সাড়ে ১০টার দিকে শত শত ট্রাক, প্রাইম মুভার ও লরি চালকরা সড়কে মিছিল সহকারে নেমে আসেন। তারা এ সময় সল্টগোলা ক্রসিং এলাকায় রাস্তায় উভয়পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেন। এর আগে এদিন রাত সাড়ে ৯টার দিকে ফৌজদারহাট ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে পার্কের সিকিউরিটি গার্ডদের সঙ্গে চালক ও সহকারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম জানান, ট্রাক চালকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জের ধরে চালক ও সহকারী ডিসি পার্কের ব্যাপক ভাংচুর করেছেন। এতে জেলা প্রশাসনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডিসি পার্কে সংঘর্ষস্থলে পুলিশ ও সেনা সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।