ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলিতে করে হত্যা

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলিতে করে হত্যা

যুক্তরাষ্ট্রের ডানপন্থী অ্যাকটিভিস্ট ও রাজনৈতিক ভাষ্যকার চার্লি কার্ক গুলিতে নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এই সহযোগী স্থানীয় সময় গতকাল বুধবার উতাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের সময় গলায় গুলিবিদ্ধ হন। ঘটনাটিকে অঙ্গরাজ্যের গভর্নর রাজনৈতিক হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলির ৬ ঘণ্টা পর পর্যন্তও পুলিশ কোনো সন্দেহভাজনের নাম জানতে পারেনি। কাউকে আটকও করা হয়নি বলে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাত দিয়ে তারা বলছে, একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাদের তদন্ত অব্যাহত।’

উতাহের গভর্নর স্পেনসার কক্স জানিয়েছেন, একজন ‘পারসন অব ইন্টারেস্টকে’ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি ওই ব্যক্তির পরিচয় বা গুলির সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ করেননি। একই সংবাদ সম্মেলনে অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগের কমিশনার বো ম্যাসন বলেন, ৩১ বছর বয়সী কার্ককে যে গুলি করে হত্যা করেছে, সেই হামলাকারী এখনো ধরা পড়েনি।

হোয়াইট হাউস থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, তাঁর প্রশাসন অবশ্যই হামলাকারীকে খুঁজে বের করবে। তিনি বলেন, ‘যারা এই ভয়াবহ ঘটনাকে সমর্থন করেছে, অর্থ জুগিয়েছে কিংবা এতে কোনোভাবে সম্পৃক্ত, তাদের সবাইকে খুঁজে বের করবে আমার প্রশাসন।’

পুলিশের ধারণা, হামলাকারী কোনো দূরের কোনো ভবনের ছাদ থেকে গুলি চালিয়েছে। ওই অনুষ্ঠানে প্রায় ৩ হাজার মানুষ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পুলিশপ্রধান জেফ লং জানিয়েছেন, অনুষ্ঠানে তাঁর ৬ জন কর্মকর্তা দায়িত্বে ছিলেন। তাঁরা কার্কের ব্যক্তিগত নিরাপত্তা দলের সঙ্গেও সমন্বয় করেছিলেন।

চার্লি কার্কের সম্মানে রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এ হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের ওপর সাম্প্রতিক সহিংস হামলাগুলোর মধ্যে সর্বশেষ। গত বছর ট্রাম্পের ওপরই দুবার হত্যাচেষ্টা হয়েছিল। এতে রাজনৈতিক সহিংসতার আশঙ্কাজনক উত্থান আরও স্পষ্ট হলো।

সংবাদ সম্মেলনে গভর্নর কক্স বলেন, ‘এটা আমাদের অঙ্গরাজ্যের জন্য অন্ধকার দিন, জাতির জন্য এক বেদনাদায়ক দিন। আমি পরিষ্কার করে বলতে চাই, এটা রাজনৈতিক হত্যাকাণ্ড।’

অপরদিকে, ট্রাম্প বলেছেন, বছরের পর বছর ধরে চরমপন্থী বামপন্থীরা চার্লি কার্কের মতো মানুষকে নাৎসি কিংবা বিশ্বের ভয়াবহতম খুনিদের সঙ্গে তুলনা করেছে। তিনি বলেন, ‘এ ধরনের বক্তব্যই আমাদের দেশে সন্ত্রাসকে উসকে দিচ্ছে। এখনই এই ভাষা বন্ধ হওয়া উচিত।’