জার্মানিতে স্থানীয় নির্বাচনের আগে ১৬ প্রার্থীর রহস্যজনক মৃত্যু


জার্মানিতে স্থানীয় নির্বাচনের আগে গত কয়েক মাসে অন্তত ১৬ প্রার্থীর মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন দেশটির প্রধান বিরোধী ও ডানপন্থী দল এএফডির সাতজন সদস্য।
নির্বাচনের আগেই রহস্যজনক এসব মৃত্যুতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। নিজেদের এত প্রার্থীর মৃত্যুর ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলছেন এএফডির প্রধান অ্যালিস ভাইডেল।
চলতি মাসের ১৪ তারিখ জার্মানির পশ্চিমের অঙ্গরাজ্য নর্দরাইন ওয়েস্টফালেনে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন। তবে নির্বাচনী প্রস্তুতির আগে আকষ্মিকভাবে মৃত্যু হচ্ছে একের পর এক প্রার্থীর।
নির্বাচন কমিশন জানায়, অঙ্গরাজ্যটির বেশকয়েকটি অঞ্চলে গত কয়েক মাসে কয়েকজন প্রার্থীর মৃত্যু হয়েছে যা আসন্ন নির্বাচনকে শঙ্কায় ফেলেছে। এই সময়ের মধ্যে ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর ১ জন করে প্রার্থীর মৃত্যু হয়েছে।
তবে প্রধান বিরোধী ও চরম রক্ষণশীল রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা এএফডির সাত প্রার্থীর মৃত্যুকে অকল্পনীয় বলছেন দলটির প্রধান নেতা আলিস ভাইডেল।
যদিও এই ঘটনাকে ‘স্বাভাবিক’ বলছে জার্মান সংবাদ সংস্থা ডয়েচে প্রেসে আগেনটুওর ও স্থানীয় নির্বাচন কমিশন। প্রার্থীদের এমন মৃত্যু বিশেষ কোনো দল বা নির্বাচনকেন্দ্রিক নয় বরং যেকোন সময় যেকোন পার্টি ও নির্বাচনের সময় হতে পারে বলে জানান তারা।
নির্বাচন কমিশনে যেহেতু প্রার্থীদের বিস্তারিত তথ্য নেই, তাই কয়েকজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে কিছু বলা অসম্ভব বলেও জানান কমিশনের এক মুখপাত্র।
পুলিশ জানায়, নির্বাচনের আগে এত প্রার্থীর মৃত্যু কোন অস্বাভাবিক ঘটনা নয়। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়েই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।