ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় ব্রিটিশ হাউস অব কমন্সের শোক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৪ জুলাই ২০২৫, ০৭:০৭ পিএম
ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় ব্রিটিশ হাউস অব কমন্সের শোক
ছবি : সংগৃহীত

ঢাকায় ঘটে যাওয়া মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে যুক্তরাজ্যের হাউস অব কমন্স। বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যরা।

সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় বলা হয়, ‘ঢাকায় এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। অসংখ্য মানুষের জীবন মুহূর্তেই বদলে গেছে। এই দুর্ঘটনায় শিশু ও শিক্ষার্থীদের প্রাণহানি আমাদের আরও ব্যথিত করেছে।’

এতে বলা হয়, ঘটনাস্থলে যে ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে’ বিমানটি আঘাত হানে, সেখানে শিক্ষার্থী ও শিক্ষকসহ বহু হতাহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলে জানা গেছে।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের এই জাতীয় বিপর্যয়ের সময়ে আমরা যুক্তরাজ্যের জনগণের পক্ষ থেকে প্রার্থনা, সহানুভূতি ও আন্তরিক সমবেদনা জানাই। আপনারা জানেন, আমরা আপনাদের পাশে আছি- জাতীয় দুর্যোগ যত দূরেই ঘটুক না কেন।’

গত সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় সবশেষ তথ্য অনুযায়ী ৩৩ জন নিহতের তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।