রাশিয়ার পশ্চিমাঞ্চলে ড্রোন বিধ্বস্ত হয়ে নিহত ১

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১১ জুলাই ২০২৫, ০২:১৫ পিএম
রাশিয়ার পশ্চিমাঞ্চলে ড্রোন বিধ্বস্ত হয়ে নিহত ১

রাশিয়ার পশ্চিমাঞ্চলের এক কৃষি এলাকায় ড্রোন বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। শুক্রবার লিপেটস্ক অঞ্চলের গভর্নর এ তথ্য জানিয়েছেন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গভর্নর ইগর আর্টামোনভ টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেছেন, ‘আজ রাতে (গত রাতে) খলেভেনস্কি জেলার একটি কৃষি প্রতিষ্ঠান এলাকায় ড্রোনটি বিধ্বস্ত হয়।’ অঞ্চলটি মস্কো থেকে প্রায় ৪শ’ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

তিনি আরও জানান, ফলে সেখানে আগুন ধরে যায়, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

এদিকে, রুশ সীমান্তঘেঁষা ইউক্রেনের খারকিভ অঞ্চলের চুগুইভ শহরে, শুক্রবার ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দু’টি ব্যক্তিগত বাড়ি ধ্বংস হয়েছে ও একটি হাসপাতাল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ফেসবুকের এক পোস্টে নিশ্চিত করেছেন শহরের মেয়র গ্যালিনা মিনায়েভা।

তিনি জানান, হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন।

এদিকে, খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ জানান, রুশ বাহিনী ড্রোন হামলা চালাচ্ছে এবং শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে সতর্ক করেছেন।

বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ‘খোলামেলা’ আলোচনা হওয়ার পরই শুক্রবার ভোরে এসব হামলা চালায় রাশিয়া।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওই বৈঠকে রুবিও জানান, সংঘাত নিরসনে ল্যাভরভ কিছু নতুন প্রস্তাব দিয়েছেন, যা তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করবেন। তবে তিনি তাৎক্ষণিক কোনো অগ্রগতির সম্ভাবনা নাকচ করে দেন।

মস্কো টানা দুইরাত কিয়েভে হামলা চালানোর কয়েকঘণ্টা পরই ল্যাভরভ-রুবিওর মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে, জাতিসংঘ জানিয়েছে—রুশ হামলায় নিহত ও আহতের সংখ্যা গত তিন বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।