লেবাননে এবার ‘বিশেষ অভিযান’ শুরু করল ইসরাইল


হিজবুল্লাহর অবকাঠামো ভেঙে দেয়ার জন্য ইসরাইলের সেনারা দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে নভেম্বরে যুদ্ধবিরতি লঙ্ঘনের সবশেষ ঘটনা বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
বুধবার (৯ জুলাই) এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর স্থাপনা ধ্বংস করতে এবং গোষ্ঠীটিকে ‘ওই এলাকায় পুনঃপ্রতিষ্ঠা’ থেকে বিরত রাখতে তারা ‘বিশেষ অভিযান’ শুরু করেছে।
বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘গোয়েন্দা তথ্য এবং দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহর অস্ত্র ও সন্ত্রাসী অবকাঠামো সনাক্তকরণের’ ভিত্তিতে স্থল আক্রমণ শুরু করা হয়েছে।
ইসরাইলি বাহিনী ‘দক্ষিণ লেবাননে নবম ব্রিগেডের একটি রাতের অভিযানের ফুটেজ’ শিরোনামে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে সেনাদের হেঁটে যেতে দেখা যায়
তবে ২০২৪ সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর লেবাননে এই প্রথম অভিযান কি না, সে বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।
হিজবুল্লাহর সাথে এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতার অবসান ঘটাতে এই চুক্তি স্বাক্ষরের পর থেকে - যার মধ্যে কয়েক মাসের সর্বাত্মক যুদ্ধও অন্তর্ভুক্ত - ইসরাইল লেবাননজুড়ে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে রাজধানী বৈরুতেও একাধিক হামলা হয়েছে।
ইসরাইলের দাবি, তারা হিজবুল্লাহর অস্ত্র ডিপো এবং যোদ্ধাদের লক্ষ্যবস্তু করছে। তবে হামলায় অসংখ্য বেসামরিক লোক হতাহত এবং বহু আবাসিক ভবন ধ্বংস হয়েছে।
সূত্র: আল জাজিরা