ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যা, সন্দেহভাজন হামলাকারী আটক


যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি জাদুঘরের কাছে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রে বিবিসির সংবাদ সহযোগী সিবিএস জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে একটি ইহুদি জাদুঘরে একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মার্কিন পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে এলিয়াস রদ্রিগেজ নামের এক ব্যক্তিকে চিহ্নিত করে তাকে আটক করেছে। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয়স অঙ্গরাজ্যের শিকাগো শহরের বাসিন্দা।
স্থানীয় সময় রাত ৯টা ০৫ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটেছে। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
সন্দেহভাজন ব্যক্তিকে আটকের পর হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম এই ‘নৃশংস অপরাধীকে বিচারের আওতায় আনার’ প্রতিশ্রুতি দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং এই ঘটনাটিকে ইহুদি-বিদ্বেষপ্রসূত বলে মন্তব্য করেছেন। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্র্রুথ সোশ্যালে লিখেছেন, এই ভয়াবহ হত্যাকাণ্ড স্পষ্টতই ইহুদি-বিদ্বেষের কারণে ঘটেছে, এখনই এটা বন্ধ হওয়া উচিত। যুক্তরাষ্ট্রে ঘৃণা ও উগ্রবাদের কোনো স্থান নেই।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাকে ‘নৃশংস ইহুদি-বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বার্তায় লিখেছেন, ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরে অনুষ্ঠানে যোগ দিয়ে বের হওয়ার সময় ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে কাছ থেকে গুলি করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা স্থানীয় ও কেন্দ্রীয় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের ওপর সম্পূর্ণ আস্থা রাখি যে, তারা হামলাকারীকে আটক করবে এবং যুক্তরাষ্ট্রজুড়ে ইসরায়েলের প্রতিনিধি ও ইহুদি সম্প্রদায়কে রক্ষা করবে।
ঘটনার রাতে আয়োজিত অনুষ্ঠানের আয়োজক, আমেরিকান ইহুদি কমিটির বোর্ড সদস্য জোজো কালিন বলেন, আমি নিহত যুগলকে চিনতাম না, কিন্তু আমার এক ধরনের অপরাধবোধ কাজ করছে। আমার আয়োজিত একটি অনুষ্ঠানের কারণে তারা সেখানে গিয়েছিলেন, আর তাদের জীবন চলে গেছে, এটা ভেবে আমি অপরাধবোধে ভুগছি। তবে কালিন নিজে গুলির ঘটনা প্রত্যক্ষ করেননি বা গুলির শব্দও শোনেননি।
ওয়াশিংটনের পুলিশ এক সংবাদ সম্মেলনে এলিয়াস রদ্রিগেজকে হামলার ঘটনায় একমাত্র সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে।
পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী শিকাগোর ওই ব্যক্তিকে ঘটনার আগে জাদুঘরের বাইরে ‘এদিক-ওদিক হাঁটাহাঁটি’ করতে দেখা গেছে। সে চারজনের একটি দলের কাছে গিয়ে একটি হ্যান্ডগান বের করে এবং দুজন ভুক্তভোগীকে গুলি করে। রদ্রিগেজকে বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে ।
ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান পামেলা স্মিথ জানিয়েছেন, পুলিশ হেফাজতে থাকার সময় সন্দেহভাজন এলিয়াস রদ্রিগেজ ‘ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিচ্ছিল। এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসের সহকারী পরিচালক স্টিভ জেনসেন বলেছেন, এই হত্যাকাণ্ডের তদন্তে সম্ভাব্য সন্ত্রাসের যোগসূত্র এবং হামলার উদ্দেশ্য হেট ক্রাইম ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। তিনি এই হামলাকে ‘নৃশংস’ বলে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিহত দুজন ছিলেন তরুণ যুগল, যারা খুব শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতেন। ছেলেটি চলতি সপ্তাহে একটি আংটি কিনেছিল, আগামী সপ্তাহে জেরুজালেমে তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা ছিল তার।