সালমান রুশদির ওপর হামলাকারীকে ২৫ বছরের কারাদণ্ড


সালমান রুশদিকে ছুরিকাঘাত করে আংশিকভাবে অন্ধ করে দেওয়া হামলাকারীকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২২ সালে নিউ ইয়র্কের একটি আর্টস ইনস্টিটিউটে মঞ্চে তার ওপর হামলা করা হয়। ওই হামলায় আরও একজন আহত হয়েছিলেন।
৭৭ বছর বয়সী রুশদি ১৯৮৮ সালে প্রকাশিত তার উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেসের জন্য হুমকির মুখে ছিলেন।
হাদি মাতার (২৭) নামের এক মার্কিন নাগরিক ফেব্রুয়ারিতে নিউইয়র্কের মেভিলে অবস্থিত চাটাকুয়া কাউন্টি কোর্টে রুশদির ওপর হামলার দায়ে দোষী সাব্যস্ত হন।
হামলার একটি ভিডিওতে দেখা যায়, চাটাকুয়া ইনস্টিটিউশনের মঞ্চে রুশদিকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার সময় মাতার হঠাৎ করে দৌড়ে এসে আক্রমণ করেন। সাত দিনের শুনানিতে এই ভিডিও জুরিদের সামনে উপস্থাপন করা হয়।
দণ্ড ঘোষণার পর জেলা অ্যাটর্নি জেসন শ্মিট বলেন, রুশদি মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত। তিনি এখনও দুঃস্বপ্নে ভোগেন।
তিনি আরও বলেন, এই হামলাটি একজন ব্যক্তির জন্য একটি বড় ধাক্কা, যিনি দীর্ঘদিন গোপনে থাকার পর জীবনের শেষভাগে এসে ধীরে ধীরে সমাজে ফিরে আসার চেষ্টা করছিলেন।
শ্মিট জানান, রুশদির ওপর হামলার জন্য মাতারকে দ্বিতীয় ডিগ্রির হত্যাচেষ্টার অভিযোগে ২৫ বছর এবং রিসকে ছুরিকাঘাত করার জন্য দ্বিতীয় ডিগ্রির হামলার অভিযোগে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভারতের মুসলিম কাশ্মীরি পরিবারে জন্ম নেওয়া এবং নাস্তিক পরিচয়ধারী রুশদিকে একাধিকবার মাথা, ঘাড়, বুক ও বাম হাতে ছুরিকাঘাত করা হয়। ওই হামলায় তার ডান চোখ অন্ধ হয়ে যায় এবং লিভার ও অন্ত্রে মারাত্মক ক্ষতি হয়।
সূত্র: রয়টার্স