পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ইন্ডিয়া

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৩ মে ২০২৫, ০৩:২০ পিএম
পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ইন্ডিয়া
ছবি : সংগৃহীত

ইন্ডিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, পাকিস্তানে উৎপাদিত বা সেখান থেকে রফতানির সব ধরনের পণ্যের প্রবেশ বন্ধ থাকবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শনিবার (৩ মে) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে ইন্ডিয়া সরকার।
 
প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ব্যতিক্রমের ক্ষেত্রে ইন্ডিয়া সরকারের অনুমোদনের প্রয়োজন হবে। পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
  
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তান থেকে সরাসরি খুব বেশি পণ্য ইন্ডিয়াতে আসে না। তবে কিছু পণ্য পরোক্ষ চ্যানেলে বা তৃতীয় দেশ হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করত। পরোক্ষ চ্যানেলেও যাতে কোনো পাকিস্তানি পণ্য ইন্ডিয়াতে প্রবেশ না করে, তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা আরোপ করছে নরেন্দ্র মোদির সরকার।
 
গত ২২ এপ্রিল ইন্ডিয়া নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার জেরে থেকে প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন।
  
নয়াদিল্লি এই হামলার জন্য পরোক্ষভাবে ইসলামাবাদকে দায়ী বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু পানিচুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল করা এবং ওয়াঘা-আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করা। এ ঘটনার পর পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদও।
 
সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানও এই হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেয়ার প্রস্তাব দিয়েছে।