ভিক্টরি ডে’সহ ছুটির দিনগুলোর নাম পাল্টানোর ঘোষণা ট্রাম্পের


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি দ্বিতীয় ও প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় স্মরণে দুটি জাতীয় ছুটির নতুন নামকরণ করতে চান—‘ভিক্টরি ডে’ হিসেবে।
এটি দেশটির প্রচলিত নামকরণ প্রথা পরিবর্তনের তার সর্বশেষ উদ্যোগ।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেন, 'আমি এখন থেকে ৮ মে দিনটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের জন্য ‘ভিক্টরি ডে’ এবং ১১ নভেম্বরকে প্রথম বিশ্বযুদ্ধের ‘ভিক্টরি ডে’ হিসেবে পুনঃনামকরণ করছি।'
৮ মে তারিখটি ইউরোপীয় ইউনিয়ন ও সাবেক সোভিয়েত-নষকভুক্ত দেশগুলোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস হিসেবে পালিত হয়—যে দিন জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণ মিত্রশক্তির কাছে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল।
যদিও যুক্তরাষ্ট্রে এ দিনটি কিছু মানুষের মধ্যে পালিত হয়, এটি সরকারি ছুটি নয় এবং ইউরোপের মতো ব্যাপকভাবে উদ্যাপিত হয় না।
ট্রাম্প বলেন, 'আমাদের অনেক মিত্র ও বন্ধু দেশ ৮ মে দিনটিকে ভিক্টরি ডে হিসেবে উদ্যাপন করছে, অথচ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি অবদান রেখেছিলাম বিজয় অর্জনে।'
১১ নভেম্বর তারিখটি মূলত ‘আর্মিস্টিস ডে’ নামে পরিচিত ছিল, যা ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্রবিরতির স্মরণে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন চালু করেন। পরবর্তীতে এটি ‘ভেটেরান্স ডে’ নামে পরিচিত হয়—যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে যারা সেবা দিয়েছেন, তাদের সম্মান জানিয়ে এটি একটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়।
ট্রাম্প বলেন, 'আমরা উভয় যুদ্ধে বিজয় অর্জন করেছি—কোনো দেশ আমাদের ধারে কাছেও ছিল না শক্তি, সাহসিকতা বা সামরিক কৌশলে, তবুও আমরা কিছুই উদ্যাপন করি না। কারণ, আমাদের এখন এমন কোনো নেতৃত্ব নেই যারা কীভাবে উদ্যাপন করতে হয়, তা জানে! আমরা আবার আমাদের বিজয় উদ্যাপন শুরু করব!'
তবে হোয়াইট হাউস থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই ছুটির নাম পরিবর্তন সংক্রান্ত কোনো নির্বাহী আদেশ বা ঘোষণা জারি হয়নি।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রীয় বিষয় বা নামকরণ পুনঃনামকরণের জন্য একাধিক উদ্যোগ নিয়েছেন।
এর মধ্যে রয়েছে ‘ইনডিজেনাস পিপলস ডে’ পুনরায় ‘কলম্বাস ডে’ হিসেবে ফিরিয়ে আনা, কিংবা ‘গালফ অব মেক্সিকো’কে ‘গালফ অব আমেরিকা’ নামে পুনঃনামকরণ করার প্রস্তাব।