বিএসএফ দুই বাংলাদেশি কৃষককে হস্তান্তরের পর ভারতীয়দের ফেরত দিলো বিজিবি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ মে ২০২৫, ১১:২৩ পিএম
বিএসএফ দুই বাংলাদেশি কৃষককে হস্তান্তরের পর ভারতীয়দের ফেরত দিলো বিজিবি

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ধান কাটার সময় ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি কৃষককে প্রায় দেড় ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। এ সময় দুই ভারতীয় নাগরিককে ফেরত দেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

শুক্রবার (২ মে) রাত প্রায় ৮টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়া সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন এনায়েতপুর বিওপির কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া।

জানা গেছে, বিজিবির পক্ষ থেকে ভারতের ৯১ বিএসএফ কাটাবাড়ি ক্যাম্পে দুটি চিঠি দেওয়া হয়। সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে সাড়া পাওয়ার পর ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিকদের স্ব স্ব সীমান্ত রক্ষী বাহিনীর করছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বিরল সীমান্তে দুইজন বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার পাল্টা পদক্ষেপে হিসেবে তাৎক্ষণিক দুইজন ভারতীয়কে ধরে আনেন স্থানীয় লোকজন।

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি হলেন- বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন এলাকার এনামুল ইসলাম (৫০) ও একই এলাকার মাসুম (১৫)।

অন্যদিকে, বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিকরা হলেন ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরেণ টুডুর ছেলে অবিনাশ টুডু (২০) ও লরদু সরেণের ছেলে ফিলিপ সরেণ (৩০)।

স্থানীয়রা জানান, বিরলের ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের বিজিবির ধর্মজৈন বিওপির কাছে সীমান্তের ৩২০ নম্বর মেইন পিলারের সাব পিলার ৯ এস ও ১০ এস-এর মধ্যবর্তী স্থানে জমিতে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই বাংলাদেশি কৃষক। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যান। এই ঘটনা জানতে পেরে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর তারা একই এলাকা থেকে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয় আদিবাসী কৃষককে ধরে নিয়ে আসেন।

স্থানীয়দের দাবি, এর আগেও সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। সে সময়ও ভারতীয় নাগরিককে ধরে এনেছিলেন তারা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে উভয়কে নিজ নিজ দেশে হস্তান্তর করা হয়েছিল।