কলকাতার হোটেলে আগুনে পুড়ে নিহত ১৪

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ এএম
কলকাতার হোটেলে আগুনে পুড়ে নিহত ১৪

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে আগুন লেগে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। 

মরদেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতাল এবং নীল রতন সরকার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমন খবর দিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে  কলকাতার ঋতুরাজ হোটেলে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে নিশ্চিত করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। 

তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এরই মধ্যে ১৪ জনের লাশ মিলেছে। বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

এদিকে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের জন্য রাজ্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা রোধ করতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় নজরদারি কঠোর করার আহ্বান জানান তিনি।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কলকাতা করপোরেশনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা। আগুন লেগেছে, অনেক মানুষ এখনও ভবনে আটকে আছেন। কোনো নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা ছিল না। আমি জানি না করপোরেশন কী করছে!’