মোদির সঙ্গে রাজনাথের জরুরি বৈঠক, কী আলোচনা হলো?


ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টায় নয়াদিল্লিতে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ইন্ডিয়ান সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পহেলগাম কাণ্ডের আবহে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করতে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
এর আগে রবিবার দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহানের (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) সঙ্গে বৈঠক করেছিলেন রাজনাথ।
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সেনা সর্বাধিনায়কের আলোচনার বিষয় প্রকাশ্যে না-এলেও এএনআই জানায়, পহেলগামে হামলার পর পাকিস্তানকে জবাব দিতে কী কী গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে দু’জনের।
এনডিটিভি বলছে, রুদ্ধদ্বার ওই আলোচনার পর মোদির বাসভবনে রাজনাথের যাওয়ার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত চার দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় ইন্ডিয়া ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলিবিনিময় চলছে। এক বিবৃতিতে ইন্ডিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, রবিবার রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণরেখায় গুলিবর্ষণ করে। এরপর আমাদের সেনারাও দ্রুত ও কার্যকর জবাব দেয়।
ইন্ডিয়ান সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি ছোঁড়ে। জবাবে পাল্টা গুলি ছোঁড়ে ইন্ডিয়ান সেনারাও। পহেলগামে ভয়াবহ হামলার পর এ নিয়ে টানা চুতর্থ রাতে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি হলো।
গত ২২ এপ্রিল পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে এ ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে দেশটির বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে ইন্ডিয়া। এরমধ্যে ইন্ডিয়া ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিল।
ইন্ডিয়ার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে দেশটির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। সিমলা চুক্তি স্থগিতসহ পাকিস্তানের আকাশে ভারতের বিমান পরিবহন নিষিদ্ধ করেছে ইসলামাবাদ। একই সঙ্গে সিন্ধু নদের পানি বন্ধ রাখলে ইন্ডিয়াকে যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই পরিস্থিতিতে যেকোনো পরিস্থিতির মোকাবিলায় রয়েছে ইন্ডিয়ান সেনা। সম্ভাব্য কোন উপায়ে পাকিস্তানকে জবাব দেয়া যায়, তা নিয়েও আলোচনা চলছে বলে দেশটির সেনা সূত্রে খবর।