ট্রাম্পের নতুন শুল্ক হুমকি ভুলের ওপর আরেকটি ভুল: চীন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৮ এপ্রিল ২০২৫, ০৩:৩১ পিএম
ট্রাম্পের নতুন শুল্ক হুমকি ভুলের ওপর আরেকটি ভুল: চীন
ছবি : সংগৃহীত

চীনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন যদি ৩৪ শতাংশের পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে তাদের পণ্য আমেরিকা প্রবেশে ৫০ শতাংশ শুল্কের মুখোমুখি হবে বলে হুমকি দেন ট্রাম্প। ট্রাম্পের এই নতুন শুল্ক হুমকিকে ভুলের ওপর ভুল বলে মন্তব্য করেছে চীন।

এই কর আরোপের ফলে আমেরিকার প্রায় সকল বাণিজ্যিক অংশীদারের উপর ন্যূনতম ১০ শতাংশ কর আরোপ করা হয়েছিল।

গত সপ্তাহে ট্রাম্প তার ‘লিবারেশন ডে’ উপলক্ষে চীনা পণ্য আমদানির উপর ৩৪ শতাংশ কর আরোপ করেন। এর জবাবে রবিবার বেইজিংও ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়।
 
সোমবার (৮ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ট্রাম্প চীনকে মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছেন তার পাল্টা শুল্ক বাতিল করতে। তা না হলে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প।
 
জবাবে, আমেরিকা চীনা দূতাবাস ওয়াশিংটনের বিরুদ্ধে ‘অর্থনৈতিক নিপীড়নের’ অভিযোগ এনেছে এবং বলেছে যে বেইজিং ‘তার বৈধ অধিকার এবং স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।’
 
এছাড়া চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,  ‘চীনের উপর শুল্ক বৃদ্ধির মার্কিন হুমকি একটি ভুলের উপরে আরেকটি ভুল।’ 
 
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যদি তার হুমকি অনুযায়ী পদক্ষেপ নেন তাহলে মার্কিন কোম্পানিগুলোকে চীনা পণ্য আমদানিতে ১০৪ শতাংশ শুল্ক গুনতে হতে পারে। কারণ মার্চেই চীনের ওপর ২০ শতাংশ এবং গত সপ্তাহে ৩৪ শতাংশ- মোট ৫৪ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। 
 
নতুন করে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ হলে তা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি এবং বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প আরও সতর্ক করে বলেছেন, শুল্ক নিয়ে আমাদের সাথে চীনের অনুরোধে হতে যাওয়া বৈঠক সম্পর্কিত সমস্ত আলোচনাও বাতিল করা হবে।
 
এদিকে সোমবারও মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, বিভিন্ন দেশের ওপর আরোপ করা আমদানি শুল্ক স্থগিত করার কথা বিবেচনা করছেন না।

ট্রাম্প বলেন, আমার সতর্কবার্তা দেয়ার পরও চীন আমেরিকা বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করেছে। সুতরাং চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। 
 
এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, আমেরিকার বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করলে তার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের। বেইজিং পাল্টা আক্রমণ করে বলেছে, চীনকে চাপ দেয়া বা হুমকি দেয়া সঠিক উপায় নয়।
 
সূত্র: বিবিসি