ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্তের রেকর্ড, হাসপাতালে ভর্তি ৪২৯

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩০ জুন ২০২৫, ০৭:১১ পিএম
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্তের রেকর্ড, হাসপাতালে ভর্তি ৪২৯

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার হু হু করে বাড়ছে। রবিবার (২৯ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চলতি বছরে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৯ জন রোগী। তবে নতুন করে কারো মৃত্যু হয়নি এই সময়ে।

সোমবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটে। এ সময়ের মধ্যে বিভাগটিতে আক্রান্ত হয় সর্বোচ্চ ১৪৯ জন।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ভর্তি হয়েছেন ৪২৯ জন।

নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৪২ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৪ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪৫ দশমিক ২ শতাংশ নারী।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১০ হাজার ২৯৬ জন। এর মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী।