লাহোরের বাতাসের মানে লক্ষনীয় উন্নতি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পিএম
লাহোরের বাতাসের মানে লক্ষনীয় উন্নতি

দুদিন আগে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে থাকলেও আজ পাকিস্তানের লাহোরের বাতাসে মানে লক্ষনীয় উন্নতি দেখা গেছে। শহরটির প্রায় ‘ভালো’ হয়ে ওঠার খুব কাছাকাছি চলে এসেছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লাহোরের বাতাসের একিউআই স্কোর ছিল ৫১। এই স্কোর শূন‌্য থেকে ৫০-এর ম‌ধ্যে হলে বাতাসের মান ‘ভালো’ বলে গণ্য করা হয়। 

অথচ শুক্রবার (৫ সেপ্টেম্বর)  ১৭৯ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ছিল লাহোর। এর আগে অবশ‌্য গত কয়েকদিন ধরেই লাহোরের বাতাসের মা‌নে পর্যায়ক্রমিক উন্নতি লক্ষ করা যা‌চ্ছিল। প্রায়ই ‘মাঝারি’ পর্যায়ে ছিল শহরটির বাতাস। 

এদিকে, সপ্তাহের প্রথম কর্মদিবসে গত কয়েকদিনের মতো আজও ঢাকার বাতাস ‘মাঝারি’ পর্যায়েই রয়েছে। তবে আজ সকালে হালকা বৃষ্টির প্রভাবে দূষণের মাত্রা কিছুটা কম। সকাল সাড়ে ৯টার দিকে শহরটির একিউআই স্কোর ছিল ৭৩। এই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার ২৫তম স্থানে রয়েছে ঢাকা।

সাধারণত বর্ষাকালে ঢাকার বাতাসের মানে তুলনামূলক উন্নতি দেখা যায়। যদিও অনেক সময় টানা বৃষ্টি সত্ত্বেও অবনতি দেখা যায়। ব্যতিক্রম থাকলেও বৃষ্টি হলে দূষণ কিছুটা ক‌মে এবং আজও তার ব্যত্যয় ঘটেনি। 

একই সময়ে আজ তালিকার শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ। শহরটির একিউআই স্কোর ১৬৪। অন্যদিকে, ১৫৪ ও ১৩৮ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।

বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।