ক্যাফেতে গিয়ে দুর্ঘটনার শিকার অভিষেক বচ্চন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৩ পিএম
ক্যাফেতে গিয়ে দুর্ঘটনার শিকার অভিষেক বচ্চন
ছবি : সংগৃহীত

ক্রিকেটপ্রেমী বচ্চন পরিবার। প্রায়ই ক্রিকেট গ্যালারিতে দেখা যায় অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনকে। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইন্ডিয়া জয়ী হওয়ায় আনন্দ উদযাপন করতে গিয়েছিলেন বাবা-ছেলে।

ম্যাচ জয়ের পর মুম্বাইয়ের জনপ্রিয় খাবারের দোকান মাদ্রাজ ক্যাফেতে দক্ষিণ ইন্ডিয়ান সুস্বাদু খাবার দিয়ে ডিনার করেন দুজন। এরই মাঝে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যেখানে দেখা যায়, অমিতাভ বচ্চন একটি সাদা হুডি এবং কালো প্যান্ট পরেছিলেন, আর অভিষেক পরেছিলেন জার্সি। মাদ্রাজ ক্যাফের বাইরে বেরিয়ে আসার সময় একটা ছোট্ট দুর্ঘটনার সম্মুখীন হন জুনিয়র বচ্চন।

দরজার শাটার অর্ধেক বন্ধ রাখা হয়েছিল। সেটি তুলে তারা বেরিয়ে আসছিলেন। তখনই কোনোভাবে শাটারটি এসে মাথায় পড়ে জুনিয়র বচ্চনের। যদিও খুব বেশি আঘাত লাগেনি।
 
প্রসঙ্গত, অভিষেকে বচ্চন ইদানীং পর্দায় ততটা জ্বলে উঠতে পারছেন না তার সবশেষ কাজ ছিল ‘আই ওয়ান্ট টু টক’। আর বিগ বিকে দেখা যায় পরিচালক নাগ অশ্বিনের ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’তে।