পরিচালক গর্ভপাতে বাধ্য করায় অভিনয় থেকে দূরে চলে যান মান্দানা
বলিউডের ‘কেয়া কুল হ্যায় হাম ৩’ ছবিতে অভিনয়ের সুবাদে আলোচনায় আসেন ইরানি অভিনেত্রী-মডেল মান্দানা করিমি। তার আগে বিগ বসে অংশগ্রহণ করে লাইমলাইটে উঠে আসেন। তবে শোবিজ জগত ছেড়ে এখন অন্য পথ বেছে নিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় এমন একটি কাজ ছিল যা আমি কখনই পছন্দ করিনি, এই শিল্পও নয়। আমি সেখানে যে সময় কাটিয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। তবে এটি এমন কিছু ছিল না যার জন্য আমি ক্ষুধার্ত বা পাগল ছিলাম।’
তার কথায়, ‘এখনও আমার কাস্টিং ডিরেক্টর বন্ধুরা আমাকে অডিশনের জন্য ডাকে এবং আমাকে বলতে হবে যে আমার এত সময় নেই। আমার প্রকল্প, ইভেন্ট এবং আমার স্কুল রয়েছে যার উপর আমি বর্তমানে ফোকাস করছি।’
এর আগে কঙ্গনা রনৌতের শো লক আপের মঞ্চে মান্দনা জানিয়েছিলেন, স্বামী গৌরব গুপ্তার সঙ্গে বিচ্ছেদের পর খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই এক বলিউড পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়ান। সম্পর্কে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মান্দনা। নায়িকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বেঁকে বসে পরিচালক প্রেমিক। তবে সেই পরিচালকের নাম মুখে আনেননি মান্দানা।