আল্লু অর্জুনদের রাজত্ব চলছেই, ২৩৮৯ কোটি আয় করল ‘পুষ্পা টু’

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ জানুয়ারি ২০২৫, ০১:২৫ পিএম
আল্লু অর্জুনদের রাজত্ব চলছেই, ২৩৮৯ কোটি আয় করল ‘পুষ্পা টু’
ছবি : সংগৃহীত

শুরু হয়েছে ২০২৫ সাল। নতুন বছরেও বক্স অফিসে নিজেদের রাজত্ব ধরে রেখেছে ‘পুষ্পা ২’।  মুক্তির এক মাস পরও বলিউডের ‘বেবি জন’, কন্নড় ভাষার ‘ম্যাক্স’ সিনেমার দৌরাত্ম্যে কুপোকাত হননি আল্লু অর্জুনরা।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘পুষ্পা টু’ সিনেমা ৩১ দিনে শুধু ভারতে আয় করেছে ১৪২৩ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ২৬৭ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৬৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৩৮৯ কোটি ৫৮ লাখ টাকার বেশি)।

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, প্যান-ইন্ডিয়ার সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘পুষ্পা টু’। শুধু ভারতে এটি আয় করে ১৫০ কোটি রুপি। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে— ‘বাহুবলি টু’ (১১২ কোটি রুপি), ‘ট্রিপল আর’ (১১০ কোটি রুপি)।

ভারতে এ পর্যন্ত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও এখন ‘পুষ্পা টু’ সিনেমার দখলে। এটি আয় করেছে ২৬০ কোটি রুপি। এ তকমা ‘ট্রিপল আর’ (২২২ কোটি রুপি) সিনেমার কব্জায় ছিল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ‘বাহুবলি টু’ (২১৪ কোটি রুপি), ‘কল্কি’ (১৭০ কোটি রুপি)।