জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৭ জানুয়ারি ২০২৫, ১০:০১ পিএম
জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

একইসঙ্গে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ২০ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের উপস্থিতিতে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের ব্রিফ করেন।

যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাদের মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন বলে উল্লেখ করা হলেও বাকিদের নাম প্রকাশ করেনি প্রেস উইং।