অনন্ত জলিলের সিনেমায় যে গান গেয়েছিলেন জুবিন গর্গ


ঢালিউড চিত্রনায়ক অনন্ত জলিল অভিনীত ‘নিঃস্বার্থ ভালোবাসা’য় গান গেয়েছিলেন ভারতের প্রয়াত গায়ক জুবিন গর্গ। সে গানই দেশ-বিদেশে তুমুল জনপ্রিয় করে তোলে অভিনেতাকে। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে গায়ককে নিয়ে স্মৃতিচারণে সে কথা জানান অভিনেতা।
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন জুবিন। তার মৃত্যুর সময় চীনে অবস্থান করছিলেন অনন্ত জলিল। গায়কের মৃত্যুর খবর পেয়ে বিমর্ষ হয়ে পড়েন অভিনেতা।
বুধবার (১ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রয়াত গায়ক জুবিন গর্গ প্রসঙ্গে কথা বলেন অনন্ত। বলেন, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার ‘ঢাকার পোলা’ গান গেয়েছিলেন প্রয়াত গায়ক জুবিন গার্গ। আকাশের কথা ও সুরে তার গাওয়া এ গান শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে সমাদর দেখেছি।
অনন্ত আরও বলেন,বিশ্বের বিভিন্ন দেশের কলেজে, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ‘ঢাকার পোলা’ গান গায়, নাচ করে। আমি যেখানেই গিয়েছি, সে দেশেই সেখানের ছেলেমেয়েদের মুখে মুখে আমি ‘ঢাকার পোলা’ গান শুনেছি। তারা এই গান গেয়ে আমাকে নাচ করতে বলেছেন। জুবিন গার্গের গাওয়া এই গান আমাকে ফেমাস করেছে।
প্রসঙ্গত, ২০১৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমা। এ সিনেমায় অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন নায়ক রাজ রাজ্জাক।