‘সোহরাব রুস্তম’ খ্যাত চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
‘সোহরাব রুস্তম’ খ্যাত চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন
ছবি : সংগৃহীত

এক সময়ের বড়পর্দার জনপ্রিয় চিত্রনায়িকা সাহিনা আকতার বনশ্রী মারা গেছেন। মঙ্গলবার ভোরে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘সোহরাব রুস্তম’ খ্যাত সিনেমার এই নায়িকা।

বনশ্রীর ভাই মোহাম্মদ হারুনের বারত দিয়ে নায়িকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য সনি রহমান।

তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি (বনশ্রী) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর। মঙ্গলবার বাদ আসর তার জানাজা হওয়ার কথা রয়েছে, পরে শিবচর পৌরসভা গোরস্থানে হবে দাফন।

সন রহমান জানান, বনশ্রী আপার ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি উনি গত পাঁচদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার হৃদরোগ, কিডনির সমস্যাসহ একাধিক ব্যাধি ছিল। তিনি চলে যাওয়ার আগে অনেক কষ্ট করেছেন। এক সন্তান রেখে গেছেন। তার রুহের মাগফিরাত কামনা করছি।

নব্বইয়ের দশকে মমতাজ আলীর পরিচালনায় সোহরাব রুস্তম সিনেমায় ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিষেক ঘটে বনশ্রীর। এরপর একই বছরে ১৯৯৬ সালে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘মহা ভূমিকম্প’। সুভাষ ঘোষ পরিচালিত এই সিনেমায় দুই নায়ক মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর ‘নেশা’ ও ‘ভাগ্যের পরিহাস’সহ আরও অনেক সিনেমায় একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।

রূপালি পর্দার মতো জীবনও হয়ে উঠে রঙিন। পরে ছন্দপতন ঘটে। অভাব-অনটন নিত্যসঙ্গী হয় তার। শাহবাগে ফুলও বিক্রি করেছেন।

আর্থিক কষ্টে করোনাকালে ঢাকা ছেড়ে নিজ উপজেলায় শিবচর ফিরে গিয়েছিলেন বনশ্রী। প্রথমে ভাড়া ছিলেন। পরে মাদবরের চর ইউনিয়নের গুচ্ছ গ্রামের আশ্রায়ণ প্রকল্পের একটি ঘর পান তিনি।