নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি চায় ইসলামী আন্দোলন


আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পিআর পদ্ধতিতে ভোট এবং নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সবুজবাগ মাঠে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ বেশ কিছু ইস্যুতে গণসমাবেশে তিনি এসব কথা বলনে।
রেজাউল করিম বলেন, জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে পারে না। নির্বাচনের আগেই জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় এলে আন্দোলনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ঝুঁকি থেকে যাবে।
তিনি আরও দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ড কিংবা শাপলা চত্বরের ঘটনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করতে হবে।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও নির্বাচনী সংস্কারের ব্যাপারে সরকার গড়িমসি করছে। তবে ডাকসু-জাকসুর নির্বাচনের দিকে তাকালেই বোঝা যায় জুলাই চেতনার প্রয়োগ সম্ভব হয়েছে।