রাজকীয় লুকে উষ্ণতা ছড়ালেন জয়া

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৮ আগস্ট ২০২৫, ১১:০৯ এএম
রাজকীয় লুকে উষ্ণতা ছড়ালেন জয়া
ছবি : সংগৃহীত

দুই বাংলায় ঝড়ের গতিতে দুর্দান্ত কাজ করে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলতি বছরেই তার চারটি সিনেমা মুক্তি পেয়েছে। ঈদে ‘তাণ্ডব’ আর ‘উৎসব’ দিয়ে লাগাতার জোয়ার বইয়ে দিয়েছেন তিনি। সেই জোয়ার কিছুটা অম্লান হতেই কলকাতায় চলে এলো ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। তবে চলতি বছরেই তিনি দিলেন আর একটি সুখবর।

কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন জয়া। সেখানে সিনেমা ছাড়াও উঠে এসেছে ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ। এই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো সম্পর্কে থাকার কথা বিস্তারিত জানিয়েছেন।

জীবনে বিশেষ কেউ আছে কি না সেই প্রসঙ্গে জয়া বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।’ নাম না বললেও জয়া জানান, তার ‘বিশেষ মানুষ’ সিনেমা–দুনিয়ার কেউ নন। তবে সিনেমার কারও সঙ্গে সম্পর্কে জড়াবেন না, এটা তার সচেতন সিদ্ধান্ত ছিল না। হয়ে গেছে।

এবার সবাইকে চমকে দিয়ে তার ফটোশুটের একাধিক নতুন ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। যা দেখে ভক্তরাও জয়ার প্রশংসায় মেতেছেন।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, কালো পোশাকের সঙ্গে সোনালি কারুকাজ করা একটি কেপ জ্যাকেট পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন জয়া। সিঁড়ির ধাপে বসে বা হেলান দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেয়া প্রতিটি পোজ যেন ভক্তদের জন্য নতুন এক ফ্যাশন স্টেটমেন্ট। তার গায়ে মানানসই কালো হাই হিল, বড় মুক্তার দুল এবং স্টেটমেন্ট আঙটি সাজে এনেছে রাজকীয় ছোঁয়া। হালকা মেকআপ, ন্যুড লিপস্টিক আর ঢেউখেলানো চুলের স্টাইলে এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ছবিগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের শুরু হয়েছে মন্তব্যের ঝড়। ভক্তদের কেউ লিখেছেন, “এ যেন আন্তর্জাতিক মানের ফ্যাশন।” কেউ আবার প্রশংসা করেছেন তার আভিজাত্য আর আত্মবিশ্বাসের।