নাটকটির শুটিংয়ে কবরে তৌসিফের সঙ্গে আসল সাপও ছিল!

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৪ আগস্ট ২০২৫, ০৬:১৭ পিএম
নাটকটির শুটিংয়ে কবরে তৌসিফের সঙ্গে আসল সাপও ছিল!
ছবি : সংগৃহীত

অস্বস্তিকর, রহস্যময়, আবার খানিকটা ভয়ের– এমন এক পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় এসেছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘খোয়াবনামা’। কবরে থাকা একটি লাশ, চারপাশে ছড়িয়ে থাকা সাপ– এই ভয় ধরানো চিত্রকল্প দর্শকদের মনে ফিরিয়ে এনেছে শৈশবের সেই ‘কবরের আজাব’-ধাঁচের আতঙ্ক। সামাজিক মাধ্যমে পোস্টারটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনাও। হরর-মিস্ট্রি ও সাইকোলজিক্যাল গল্পে দক্ষ নির্মাতা ভিকি জাহেদ বরাবরের মতো এবারও দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন।

তবে প্রথম পোস্টারের ভয় ধরানো আবহ কাটিয়ে দ্বিতীয় পোস্টারে উঠে এসেছে অন্যরকম এক ছবি, সেখানে রোমান্টিক মেজাজে ধরা দিয়েছেন নাটকের দুই কেন্দ্রীয় শিল্পী তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। নাটক প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘খোয়াবনামা মানে স্বপ্নের আখ্যান, স্বপ্নের ব্যাখ্যা। গল্পের প্রয়োজনেই নামটা রেখেছি। এটা আসলে রোমান্স-ট্র্যাজেডি ঘরানার কাজ। আমার বিশ্বাস, শেষ দৃশ্যে দর্শক আবেগতাড়িত হয়ে পড়বেন। ক্যাপিটাল ড্রামার সঙ্গে এটাই আমার প্রথম কাজ, তাই প্রজেক্টটা আমার কাছে অনেক স্পেশাল।’

তানজিন তিশা বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম রূপা। প্রথমবার স্ক্রিপ্ট পড়েই চরিত্রটা ভালো লেগেছিল। কারণ রূপার গ্রাফটা ভীষণ আনপ্রেডিক্টেবল। পারফরম্যান্স দিতে গিয়ে অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে। দর্শকরা ভিকি ভাইয়ার সিগনেচার টুইস্টের সঙ্গে মায়াবী এক গল্প পাবেন। আমার বিশ্বাস, ‘খোয়াবনামা’ সবার ভালো লাগবে।’

 অন্যদিকে তৌসিফ মাহবুব শেয়ার করেছেন তার ভয়ংকর অভিজ্ঞতার কথা। নাটকের শুটিং করতে গিয়ে রাত ৩টায় তাকে কবরে শুতে হয়েছে, এমনকি আসল সাপও ছেড়ে দেওয়া হয়েছিল তার শরীরে। সেই মুহূর্তের স্মৃতি মনে করে তিনি বলেন, ‘মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৃত্যুর ভয়। খোয়াবনামা করতে গিয়ে একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে আমাকে।’ ক্যাপিটাল ড্রামার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ আগস্ট তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।