বিয়ের কয়েক ঘণ্টা পর জানা গেল অভিনেতার স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৮ জুলাই ২০২৫, ০৪:৩৯ পিএম
বিয়ের কয়েক ঘণ্টা পর জানা গেল অভিনেতার স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা
ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণী অভিনেতা মাধমপট্টি রঙ্গরাজ বিয়ে করেছেন জনপ্রিয় স্টাইলিস্ট জয় ক্রিজিলদাকে। বিয়ের পিঁড়িতে বসেই তিনি আলোচনার জন্ম দিলেন। বিয়ের কয়েক ঘণ্টা পরই অভিনেতার স্ত্রী জয় ইনস্টাগ্রামে জানান, তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা!

বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই, এই দম্পতি ঘোষণা করেন যে তারা একটি সন্তানের প্রত্যাশা করছেন। অনেক ভক্ত নবদম্পতিকে অভিনন্দন জানালেও, রঙ্গরাজের প্রথম স্ত্রী শ্রুতি রঙ্গরাজের দাবির কারণে এই ঘোষণা বিতর্কের জন্ম দিয়েছে।

মাধমপট্টি রঙ্গরাজ এবং জয় ক্রিজিলদার বিয়ে গর্ভাবস্থার ঘোষণা বিতর্কের জন্ম দিয়েছে রঙ্গরাজের প্রথম স্ত্রী শ্রুতি, যিনি অভিযোগ করেছেন যে তারা এখনও বিবাহিত।

রোববার (২৭ জুলাই) জয় মন্দিরে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন, অনুষ্ঠানের ছবি শেয়ার করেন। তিনি ইনস্টাগ্রামে "মিস্টার অ্যান্ড মিসেস রঙ্গরাজ" ক্যাপশনসহ ছবি পোস্ট করেন।

অনেক ভক্ত যখন অবাক হয়েছিলেন, তখন তার গর্ভাবস্থার খবরটি অনুষ্ঠানের সময়রেখার চারপাশে জনসাধারণের আগ্রহ এবং বিতর্ককে আরও তীব্র করে তোলে, কারণ জয় ক্যাপশনসহ আরও একটি ছবি পোস্ট করেন: ‘বেবি লোডিং ২০২৫। আমি গর্ভবতী। গর্ভাবস্থার ষষ্ঠ মাস।’