শাহরুখের কাছে সবচেয়ে আকর্ষণীয় যে নায়িকা


বলিউডের ‘রোমান্স কিং’ শাহরুখ খান। তিনি প্রেমের সংজ্ঞা বদলে দিয়েছেন একদম নিজস্ব স্টাইলে। তার হাত মেলে দাঁড়ানো মানেই লাখো ভক্তের হৃদয় গলে যাওয়া। তবে এত অভিনয়ের মাঝে কে সেই সহ-অভিনেত্রী যাকে শাহরুখ সবচেয়ে আকর্ষণীয় বলে মনে করেন?
সে আর কেউ নন, ‘জব তক হ্যায় জান’ সিনেমার সহশিল্পী ক্যাটরিনা কাইফ।
সম্প্রতি একটি পুরনো সাক্ষাৎকার আবার সামনে এসেছে। সেখানে বলিউড হাঙ্গামা'র ফারিদুনের সঙ্গে আড্ডায় শাহরুখ অকপটে বলেন, ‘ক্যাটরিনা হলো সেই সবকিছুর প্রতীক, যা কোমল। সে খুব সুন্দর। সত্যি বলতে, আমি তাকে আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষদের একজন মনে করি। তার হৃদয়টা খুবই কোমল। মাঝে মাঝে সে সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ে, কিন্তু সেটা এই কারণে না যে সে সিদ্ধান্তহীন, বরং সে সবার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করে। অন্যের অনুভূতির মূল্যায়ন করে। এই কোমলতাটাই আমার খুব ভালো লাগে ক্যাটরিনার।’
শাহরুখ ও ক্যাটরিনার রসায়ন ‘জব তক হ্যায় জান’ সিনেমায় দর্শকদের মুগ্ধ করেছিল। অনেকেই এখনো সেই সিনেমা শুধুই এই জুটির রোমান্টিক রসায়নের জন্য দেখে থাকেন।
‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করার পর শাহরুখকে সর্বশেষ দেখা গেছে সালমান খানের ‘টাইগার ৩’ ছবিতে একটি বিশেষ চরিত্রে। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে।
এই সিনেমায় শাহরুখ প্রথমবারের মতো পর্দা ভাগ করছেন তার মেয়ে সুহানা খানের সঙ্গে। সিনেমাটিতে আরও রয়েছেন অভিষেক বচ্চন। তিনি মুখ্য খল চরিত্রে অভিনয় করছেন। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, অর্জাদ ওয়ার্সি, অভয় বর্মা, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা এবং অনেকে।