আরব কনসার্টে রকস্টার জেমস

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ পিএম
আরব কনসার্টে রকস্টার জেমস

সৌদি আরবের রিয়াদে ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিয়াদ সিজন’। প্রতি সিজনে আয়োজনটির নাম থাকে আলাদা। এবারের সিজনের নাম ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। এটি অনুষ্ঠিত হচ্ছে রিয়াদের দাম্মাম শহরে।

এতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন বাংলাদেশের শিল্পীরা। শুধু বাংলাদেশই নয়, এই আয়োজনে আরও অংশ নিচ্ছে সুদান- ভারত, ফিলিপাইনসের বিভিন্ন অঙ্গনের তারকারা। প্রতিটি দেশ চারদিন করে নিজেদের ঐতিহ্য তুলে ধরবে এখানে।

জানা গেছে, প্রতি বছরের মতো এবারও এখানে হস্তশিল্প প্রদর্শনী, দেশীয় ঐতিহ্যবাহী খাবার, শিশুদের নিয়ে বিশেষ আয়োজন, কর্মশালার আয়োজন করা হয়েছে। সেইসাথে থাকছে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট।

এবারের আয়োজনে গাইবেন রকস্টার মাহফুজ আনাম জেমস। এছাড়াও গাইবেন দিলশাদ নাহার কনা, ইমরান, মিলা প্রমুখ।

আয়োজনের ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন (৩০ এপ্রিল) গাইবেন দিলশাদ নাহার কনা, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। দ্বিতীয় দিন (১ মে) গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও ডিজে সাফা। উৎসবের তৃতীয় দিন (২ মে) জেমসের সঙ্গে আরও গাইবেন বিউটি খান, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। শেষদিন (৩ মে) গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ইসলাম, আরমান আলিফ, বিউটি খান ও ডিজে সাফা।

এ বিষয়ে জেমস গণমাধ্যমকে বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। ২ মে দাম্মামে গান শোনাব আমি। এছাড়াও ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্ট রয়েছে, সেখানেও গাইবো। এরপর ২০২৫ ট্যুর নিয়ে লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছি।’

উল্লেখ্য, এর আগেও সৌদি সরকারের আমন্ত্রণে দেশটিতে  নিজের দল ‘নগরবাউল’ নিয়ে গান গাইতে গিয়েছিলেন জেমস।