সৌদি আরব যাচ্ছেন কনা, জেমস, ইমরানরা


তিনদিনের জন্য সৌদি আরবে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, নগর বাউল জেমস, ইমরান মাহমুদুল। তাদের সঙ্গে আরও এক ঝাঁক সংগীতশিল্পী পাড়ি দিচ্ছেন মরুর দেশ সৌদি আরবে।
সৌদি আরবের দাম্মাম শহরে উদ্যাপিত হচ্ছে বিভিন্ন দেশের বিনোদনকর্মীদের নিয়ে মনোমুগ্ধকর আয়োজন। ২০১৯ সাল থেকে দেশটির সরকার এমন মনোমুগ্ধকর আয়োজন করে আসছে।
প্রতিবছরের মতো এবারও বিভিন্ন দেশের বিনোদনকর্মীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। এ আয়োজনে এবার অংশ নিয়েছে সুদান, ইন্ডিয়া, ফিলিপাইনস ও বাংলাদেশ। প্রতিটি দেশ চার দিন করে নিজেদের ঐতিহ্য তুলে ধরবে এ আয়োজনে।
বাংলাদেশ এ আয়োজনে আগামী ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অংশ নেবে। সে আয়োজনে যোগ দিতেই মরুর দেশে পাড়ি দিচ্ছেন তারকারা।
আয়োজন কর্তৃপক্ষ থেকে জানা যায়, ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন (৩০ এপ্রিল) গান গেয়ে শোনাবেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা।
উৎসবের দ্বিতীয় দিন (১ মে) গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও ডিজে সাফা।
উৎসবের তৃতীয় দিন (২ মে) গান গেয়ে শোনাবেন জেমস। তার সঙ্গে আরও গাইবেন বিউটি খান, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা।
শেষদিন (৩ মে) গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ইসলাম, আরমান আলিফ, বিউটি খান ও ডিজে সাফা।
এ প্রসঙ্গে কনা বলেন, ‘বিশ্বের সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন সৌদিতে। পরিবার ছেড়ে রেমিট্যান্স যোদ্ধারা সেখানে কাজ করে দেশের অর্থনীতির চাকা সচল রাখে। তাদের কিছুটা বিনোদিত করতে পারলে নিজের কাছেই বেশ ভালো লাগে।
জেমস বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। ২ মে দাম্মামে গান শোনাব আমি। এছাড়াও ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্ট রয়েছে, সেখানেও গাইবো। এরপর ২০২৫ ট্যুর নিয়ে লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছি।’
ইমরান বলেন, ১ মে দাম্মামের আল ইসকান পার্কে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত আমি হাজির থাকবো। সবার সঙ্গে দেখা হবে, গান হবে এবং অনেক ফান হবে।