রাস্তা ছাড়লেন তিতুমীর শিক্ষার্থীরা, অনশন চলছে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩১ জানুয়ারি ২০২৫, ১১:৫৭ এএম
রাস্তা ছাড়লেন তিতুমীর শিক্ষার্থীরা, অনশন চলছে

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ভোরে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে কলেজের মূল ফটকের সামনে অবস্থান করছেন তারা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তিতুমীর ঐক্যের অফিসিয়াল ফেইসবুক পেজে এক ঘোষণায় বলা হয়েছে, শুক্রবার রাস্তায় জুমার নামাজ পড়বেন তারা।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কলেজের সামনের সড়কে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পাশাপাশি অনশন কর্মসূচিও চলতে থাকে। অবরোধের কারণে মহাখালী থেকে গুলশান পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে দিনভর আশপাশের সড়কে তীব্র যানজটে ভোগান্তি পড়ে মানুষ।

অবরোধের মধ্যে রাত ৯টার দিকে কলেজের ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামান। দাবি-দাওয়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে ধরবেন, তার এমন আশ্বাসেও পথ ছাড়েননি শিক্ষার্থীরা। রাত সোয়া ১টাও শিক্ষার্থীদের সড়কে অবস্থান করতে দেখা যায়। পরে ভোর ৪টার দিতে রাস্তা ছেড়ে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন অনশনরত শিক্ষার্থীরা।