জুতা না পরে স্কুলে যাওয়ায় প্রধান শিক্ষকের পিটুনিতে শিক্ষার্থী হাসপাতালে
![Bangla Post Desk](https://dailybanglapost.com/media/setup/author/bangla-post-logo-web-20240704120658.png)
![জুতা না পরে স্কুলে যাওয়ায় প্রধান শিক্ষকের পিটুনিতে শিক্ষার্থী হাসপাতালে](https://dailybanglapost.com/media/imgAll/BG/2025February/untitled-20250205223712.jpg)
নড়াইলে জুতা না পরে স্কুলে যাওয়ায় হাবিবা খান মিষ্টি নামের এক শিক্ষার্থীকে বিদ্যালয় মাঠে খোলা মঞ্চে অসংখ্য শিক্ষার্থীর সামনে পিটিয়েছেন প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান। শুধু তা-ই নয়, প্রধান শিক্ষকের পিটুনিতে অসুস্থ হয়ে পরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে মেয়েটিকে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের মাঠে খোলা মঞ্চের ওপর তাকে পেটান প্রধান শিক্ষক মুরাদুজ্জামান।
হাবিবা কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের মনিরুজ্জামানের মেয়ে এবং ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়ার কাছে অভিযোগ দিয়েছেন হাবিবার বাবা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার) বিদ্যালয় প্রাঙ্গণে খোলা মঞ্চের ওপর ছাত্র-ছাত্রীদের সামনে হাবিবাকে বেত দিয়ে নির্দয়ভাবে পিটিয়ে আহত করেন প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান। পরে হাবিবার জ্বর এলে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মনিরুজ্জামান খান বলেন, ‘আমার মেয়ে রোজা রাখায় শারীরিকভাবে অসুস্থ বোধ করছিল। তাই সে পায়ে জুতা না পরে স্কুলে চলে যায়। এ কারণে প্রধান শিক্ষক সব ছেলেমেয়ের সামনে তাকে নির্দয়ভাবে মারধর করে।’
তিনি বলেন, ‘সামান্য বিষয় নিয়ে কেন এমন নির্দয়ভাবে আমার মেয়েকে মারধর করা হলো? আমি এর উপযুক্ত বিচার চাই।’
প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান বলেন, ‘ছেলেমেয়েদের একেবারে ছেড়ে দিলে হয় না, একটু শাসন করতে হয়। শাসন করতে গিয়েই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া বলেন, ‘এক মেয়ে শিক্ষার্থীকে নির্যাতনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যদি সতত্যা পাওয়া যায়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’