নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে, অভিযোগ সাদিক কায়েমের

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম
নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে, অভিযোগ সাদিক কায়েমের
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ তোলেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি তারা (নির্বাচন কমিশন) কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমারা নিরাপদ ক্যাম্পাস গড়ার কথা বলছি কিন্তু বহিরাগতদের আনলে কীভাবে নিরাপদ ক্যাম্পাস হবে।’

পলিসিগত জায়গায় আমূল পরিবর্তন আনা হবে জানিয়ে তিনি বলেন, ‘প্রতি বছর ক্যাম্পাসে যেভাবে পরীক্ষা হয় সেভাবে আমরা ডাকসুকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করব। প্রতি বছর ডাকসু যেন একই সময়ে অনুষ্ঠিত হয় সেই কাজ করবো।

মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হবে উল্লেখ করে ভিপি প্রার্থী বলেন, ‘ডিপার্টমেন্টের মধ্যে ভালো রেজাল্ট যাদের থাকবে, একাডেমিক এক্সিলেন্ট থাকবে তাদের নিয়োগের ব্যবস্থা করবো। বিগত শহরে দেখেছি রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো।’

ডিপার্টমেন্টের মধ্যে ভালো রেজাল্ট যাদের থাকবে, একাডেমিক এক্সিলেন্ট থাকবে তাদের নিয়োগের ব্যবস্থা করবো। বিগত শহরে দেখেছি রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো।

আবাসন সংকট সমাধানে হল নির্মাণে বাধ্য করা হবে বলে জানান সাদিক কায়েম। তিনি বলেন, ‘আবাসন সংকট দীর্ঘ মেয়াদি৷ আবাসন সংকট নিরসনে হল নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করবো৷ স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবো৷ যে আশা নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম সেই আশা পূরণ করবো।’