প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের বিষয়ে যা বললেন ফরহাদ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩১ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের বিষয়ে যা বললেন ফরহাদ
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের পর কথা বলেছেন জিএস প্রার্থী এস এম ফরহাদ।

রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে রিটকারীকে শুভেচ্ছা জানান তিনি।

ফরহাদ লিখেন, ‘আমার প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে, ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করার চেয়ে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ।’

তিনি আরও লেখেন, ‘বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মাড়িয়েই আমাদের নিয়মিত পথচলা; এই যাত্রায় আমরা থামব না, ইনশাআল্লাহ।’

এর আগে সকালে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটটি করেন।

রিট আবেদনে বলা হয়েছে, ৫ আগস্টের আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন এস এম ফরহাদ। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।

বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শুনানির দিন ধার্য করেন।

রিটকারী বি এম ফাহমিদা আলম বলেন, এস এম ফরহাদ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পদে ছিলেন।‌ সেই পদ থেকে পদত্যাগ করেননি। পাশাপাশি ডাকসুর গঠনতন্ত্রের ২/এ অনুযায়ী মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। ছাত্রশিবির মুক্তিযুদ্ধকে ধারণ করে না। এসব কারণে‌ এস এম ফরহাদের প্রার্থিতা থাকতে পারে না।