২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত


আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত নির্দেশক্রমে আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫-এর পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় প্রচারের ব্যবস্থা নিতেও দেশের গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
অবশ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী হতাহতের ঘটনায় আজকের (২২ জুলাই) পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে ছিল— রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে গত ২৬ জুন থেকে। এবার অংশ নিচ্ছে প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
এর আগে, বন্যা পরিস্থিতির কারণে ১০ জুলাই কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কিছু পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। এছাড়া ১৭ জুলাই গোপালগঞ্জে কারফিউ ঘোষণার পর সেখানেও পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়।