বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হাসপাতাল থেকে ১৩ জনের ছুটি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৩ জুলাই ২০২৫, ০৯:২৪ পিএম
বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হাসপাতাল থেকে ১৩ জনের ছুটি
ছবি : সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ১৩ রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৫৭ জন চিকিৎসাধীন আছেন।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের সর্বশেষ তথ্য জানিয়ে এমন বার্তা দিয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ।

ভেরিফায়েড ওই পেজের একটি পোস্টে জানানো হয়, এখন পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ২৯ জনের প্রাণহানি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৭ জন।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন। আর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন ১১ জন।  

তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের তথ্যমতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ জন মারা গেছেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে।