ববি উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অব্যাহতি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৩ মে ২০২৫, ১১:৩৭ পিএম
ববি উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অব্যাহতি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন, সহ–উপাচার্য গোলাম রব্বানি ও কোষাধ্যক্ষ মামুনুর রশিদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এদিকে অপর এক প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক শুচিতা শরমিন বলেন, ‘ই–মেইলে তিনজনকে অব্যাহতি দেওয়ার পৃথক তিনটি চিঠি পেয়েছি। এর বাইরে আমার আর কিছু বলার নেই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক শুচিতা শরমিনকে গত বছরের ২৩ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য।

অপর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক গোলাম রব্বানিকে গত বছরের ৩১ অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এ ছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৌলিক বিজ্ঞান বিভাগ, প্রাণিবিজ্ঞান এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের চেয়ারম্যান মামুনুর রশিদকে গত বছরের ১৯ ডিসেম্বর কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।