এসএসসি পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ১৪৭৩৮ জন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১০ এপ্রিল ২০২৫, ০৭:৫০ পিএম
এসএসসি পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ১৪৭৩৮ জন

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল মোট ১৪ হাজার ৭৩৮ জন। এছাড়া বহিষ্কার হয়েছে ১০ জন। শিক্ষা মন্ত্রণালয়ের কন্টোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারা দেশে একযোগে এসএসসি ও সসমান পরীক্ষা শুরু হয়েছে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৩৪ হাজার ৬৩০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ১৯ হাজার ৮৯২ জন, আর অনুপস্থিত ১৪ হাজার ৭৩৮ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম জানায়, ঢাকা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৯৫৪জন। এর মধ্যে অংশ নিয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৪৫৮ জন, আর অনুপস্থিত ছিল ৩ হাজার ৪৯৬ জন।

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ২৪ হাজার ৪৪৪ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ২৩ হাজার ২৭১ জন, আর অনুপস্থিত ছিল ১ হাজার ১৭৩ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬২ হাজার ৬৭৯ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৬১ হাজার ৫৭ জন, আর অনুপস্থিত ১ হাজার ৬২২ জন।   

 

বরিশাল শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ৭৮ হাজার ১৭৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৭৭ হাজার ১৪৫ জন, আর অনুপস্থিত ১ হাজার ৩৩ জন।

সিলেট শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ৮২ হাজার ৯৯২ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৮২ হাজার ১১৪ জন, আর অনুপস্থিত ৮৭৮ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬৭ হাজার ৬০৬ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৬৬ হাজার ২৬৫ জন, আর অনুপস্থিত ১ হাজার ৩৪১ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৫ জন, আর অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ৯২ হাজার ৮১০ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৯১ হাজার ৯৬৮ জন, আর অনুপস্থিত ৮৪২ জন।

যশোর শিক্ষা বোর্ড মোট পরীক্ষার্থী ১ লাখ ৩৩ হাজার ৩৭৯ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৩১ হাজার ৫৭৯ জন, আর অনুপস্থিত ছিল ১ হাজার ৮০০ জন।