উত্থানের ধারা অব্যাহত পুঁজিবাজারে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৫ পিএম
উত্থানের ধারা অব্যাহত পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে টানা উত্থানের ধারা বজায় আছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে। সূচক বাড়ার পাশাপাশি দুই বাজারেই বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সারাদিনের লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট। বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ৭ পয়েন্ট এবং ব্লু-চিপ ডিএস-৩০ বেড়েছে ৩ পয়েন্ট।

সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেন বেড়েছে গতদিনের তুলনায় ২৭ কোটি টাকা। একদিনের শেয়ার এবং ইউনিট ক্রয়-বিক্রয়ে মোট ৪৭১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত ১০ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ।

আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট। সূচক বাড়ার পাশাপাশি লেনদেনেও ঊর্ধ্বগতি। একদিনে সিএসইতে মোট ৫ কোটি ১৮ লাখ টাকা লেনদেন হয়েছে; যা গতদিন ছিল ৪ কোটি ২৩ লাখ।

ডিএসইতে লেনদেন হওয়া ৪০১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৭, কমেছে ১২৯ এবং অপরিবর্তিত আছে ৬৫ কোম্পানির শেয়ারের দাম।

দরবৃদ্ধির হিসাবে তিন ক্যাটাগরির বেশিরভাগ কোম্পানিরই দাম বেড়েছে। ‘এ’ ক্যাটাগরিতে ৯৯ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৮০, অপরিবর্তিত আছে ৪০ কোম্পানির শেয়ারের দাম। ‘বি’ ক্যাটাগরিতে ৫৭ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২২ এবং অপরিবর্তিত আছে ৮ কোম্পানির শেয়ারের দাম। ‘জেডে’ ৫০ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২৭ এবং দাম অপরিবর্তিত আছে ১৭ কোম্পানির।

লেনদেন হওয়া মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগেরই দাম অপরিবর্তিত ছিল। ১৭ কোম্পানির দামে আসেনি কোনো পরিবর্তন, দাম বেড়েছে ১৩ কোম্পানির এবং কমেছে ৭ কোম্পানির।

ব্লক মার্কেটে মোট ২৮ কোম্পানির ৪১ লাখ শেয়ার ক্রয়-বিক্রয় হয়েছে। এর মধ্যে বিচ হ্যাচারি লিমিটেড একাই ৭ লাখ শেয়ার ৭ কোটি টাকায় বিক্রি করেছে।

ডিএসইতে লেনদেনে শীর্ষে উঠে এসেছে গ্লোবাল ইসলামী ব্যাংকের নাম। একদিনের ব্যবধানে ব্যাংকটির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। অন্যদিকে ৫ দশমিক ৯৮ শতাংশ দাম হারিয়ে তলানিতে আছে শিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার।

ডিএসই'র মতো সিএসইতেও ১০ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে গ্লোবাল ইসলামী ব্যাংক। অন্যদিকে ৯ দশমিক ৯ শতাংশ দাম হারিয়ে তলানিতে আছে লাভেলো আইসক্রিম পিএলসি।