ইএফডি স্থাপনে জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চাইল এনবিআর

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২০ জানুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম
ইএফডি স্থাপনে জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চাইল এনবিআর

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) স্থাপনের জন্য ঢাকাসহ কয়েকটি জেলার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি মূসক তথ্য প্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনার দ্বিতীয় সচিব শাহাদাত জামিলের সই করা এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ জুয়েলারি সমিতিকে পাঠানো হয়েছে।

সব জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি স্থাপনে সহযোগিতার আহ্বান জানিয়ে গত ৭ জানুয়ারি বাজুসের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডে ইএফডি স্থাপন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাজুস নেতারা জুয়েলারি খাতে নানা সমস্যা তুলে ধরেন। এরমধ্যে জুয়েলারি খাতে এখনো অনেক প্রতিষ্ঠান রয়েছে, যারা ভ্যাটের আওতায় নিবন্ধিত হয়নি বলে জানান তারা।

বাজুস নেতারা বলেন, অনিবন্ধিত প্রতিষ্ঠান নিবন্ধিত করে, সব প্রতিষ্ঠানে ইএফডি স্থাপন করে, এই খাতে অন্যান্য সমস্যার যুক্তিসংগত, ন্যায়ভিত্তিক সমাধান করা গেলে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে এবং এই খাত উজ্জীবিত হবে।

সেই সূত্র ধরে এনবিআরের চিঠিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে সব সমস্যার আইনসংগত সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আগামী ২৩ জানুয়ারি বিকাল ৩টায় অংশীজনদের নিয়ে একটি সচেতনতামূলক ভার্চুয়্যাল সভা আহ্বান করা হয়েছে। এই সভার পর জেনেক্স ইনফোসিস পিএলসি, ইএফডি স্থাপনের জন্য মাঠ পর্যায়ে যাবে। এজন্য ঢাকা (পূর্ব/পশ্চিম/উত্তর/দক্ষিণ/চট্টগ্রাম) কমিশনারেটের আওতাধীন বিভিন্ন মার্কেট, এলাকায় অবস্থিত জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা প্রয়োজন।

 ঢাকার বাইরের নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার জুয়েলারি প্রতিষ্ঠানেরও তালিকা চেয়েছে এনবিআর। সব তালিকা একসঙ্গে দেওয়া সম্ভব না হলে আংশিকভাবে দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।