১ লাখ টন চাল ভারত-পাকিস্তান থেকে আমদানি করবে বাংলাদেশ
ভারত ও পাকিস্তান থেকে এক লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পাকিস্তান থেকে আমদানি বিবরণ
কমিটি সরকার টু সরকার (জিটুজি) চুক্তির আওতায় পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে।
শুল্ক ও ভ্যাট ছাড়াই ৩০৪ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) থেকে এ চাল কেনা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৯৯ ডলার।
ভারত থেকে আমদানির বিবরণ
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হবে।
মেসার্স গুরুদিও এক্সপোর্ট করপোরেশন প্রাইভেট লিমিটেড প্যাকেজ-৬ এর আওতায় প্রতি মেট্রিক টন ৪৫৪ দশমিক ১৪ মার্কিন ডলার হারে চাল সরবরাহ করবে।
খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী এই লেনদেনে ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ২ লাখ টাকা।
অন্যান্য আমদানি অনুমোদন
সিসিজিপি সভায় অভ্যন্তরীণ চাহিদা মেটাতে চিনি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সয়াবিন তেল, পাম তেল এবং মসুর ডাল আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে।