৩ দিনে ডিএসই সূচক কমেছে ১১২.৬৫ পয়েন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্য সূচকের পতন হয়েছে।
বিক্রির চাপের মধ্যে বেঞ্চমার্ক ডিএসইএক্স সূচক ৫৭ দশমিক ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ২৪২ দশমিক ৬৬ বন্ধ হয়েছে। এতে তিন দিনের মোট ক্ষতি ১১২ দশমিক ৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইএক্সের সূচক নিম্নগামী হওয়ার পাশাপাশি ডিএস৩০ ব্লু-চিপ সূচকও ১৭ দশমিক ৫ পয়েন্ট কমে ১ হাজার ১৫৩ দশমিক ৯৩ পয়েন্টে এবং ডিএস৩০ ব্লু-চিপ সূচক ২০ দশমিক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৪২ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ডিএসইর লেনদেন কমে দাঁড়িয়েছে ৫১৪ কোটি ৮০ লাখ টাকায়, যা সোমবার লেনদেনের পরিমাণ থেকে ৩৬ কোটি ৫০ লাখ টাকা কম। ১৮ লাখ ১ হাজার ৮১টি লেনদেনের মাধ্যমে মোট ১৬ দশমিক ৮ কোটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড ইউনিট কেনাবেচা হয়েছে। এর আগের দিন ১ লাখ ৭৯ হাজার ৪৩৪টি লেনদেনের মাধ্যমে ১৭ দশমিক ৫১ কোটি শেয়ার লেনদেন হয়েছিল।
লেনদেন করা ৩৮৮টি কোম্পানির মধ্যে ২৬৭টির শেয়ার দর কমেছে এবং বেড়েছে মাত্র ৭৬টির শেয়ারের দাম। ৪৫টি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক নিম্নমুখী প্রবণতার পূর্বাভাস দেখলেও সামান্য উত্থান-পতন দেখা গেছে। সিএএসপিআই সূচক সামান্য বেড়ে শূন্য দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯১ দশমিক ০৫ পয়েন্টে বন্ধ হয়েছে।
সিএসইতে মঙ্গলবারের লেনদেনে মোট ২১৮টি কোম্পানি অংশ নিয়েছে। দর কমেছে ১৩৪টির, বেড়েছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির। সিএসইতে লেনদেনের পরিমাণ সোমবারের ৫ কোটি ৩৩ লাখ টাকা থেকে বেড়ে ১১ কোটি ১০ লাখ টাকায় দাঁড়িয়েছে। মোট ২ হাজার ৫৮০টি লেনদেনের মাধ্যমে ২৪ দশমিক ২১ লাখ শেয়ার এবং ইউনিট বিনিময় হয়েছে।