‘জ্বালানি খাতকে আত্ননির্ভরতার দিকে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য’
সরকারের লক্ষ্য জ্বালানি খাতকে আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি আত্মনির্ভরতার দিকে এগিয়ে নেওয়া বলে মন্তব্য করেছেন জ্বালানি সচিব সাইফুল ইসলাম।
রোববার (২৬ অক্টোবর) জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডটি ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিগুলোর প্রকল্পগুলোর যথাসময়ে ও মানসম্পন্ন বাস্তবায়নের ওপর গুরত্বারোপ করেন।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি খাতকে আত্মনির্ভরতার দিকে এগিয়ে নেওয়া। এজন্য প্রতিটি প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন ও তদারকিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমানের সভাপতিত্বে এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আছমা আরা বেগমের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এনডিসি।
