সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৬১
বাংলা পোস্ট ডেস্ক
ছবি- সংগৃহীত
সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৫৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ অক্টোবর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৭৭ জন। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪৮৪ জনকে।
অভিযানে গ্রেপ্তারের পাশাপাশি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, দুটি ককটেল ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে বলে জানান শাহাদাত হোসেন।
